তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। — আমান উল্লাহ আমান

130

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আর এই ধর্মীয় সম্প্রীতি এনে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যতদিন আপনাদের এই দূর্গা উৎসব উদযাপন হবে ততদিন বিএনপির নেতা কর্মীরা আপনাদের দেখা শুনার সাথে খোঁজ খবর নিবে । এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। হিন্দু ধর্মবলীদের জন্য তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তার পাওয়ার অধিকার সবার।
শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করে দোয়া মোনাজাতের শেষে ব্রাহ্মণকিত্তা নাট শ্রী শ্রী দূর্গা মুন্দির উদ্বোধন কালে তিনি এইসব কথা বলেন। তিনি বিকেলে আটি ভাওয়াল কলেজ মাঠে কেরাণীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরপ্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেই যথাসময়ে হবে আগামী নির্বাচন। তাই ২০২৬ সালে ফেব্রæয়ারির প্রথম অধ্যায়েই হবে আগামী সংসদ নির্বচন। তিনি আরো বলেন, আমার জীবন ও যৈবন শেষ করেছি কেরাণীগঞ্জ ও দেশের মানুষের কল্যাণের জন্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন কারিলে আমরা আপনাদের নিয়ে কেরানীগঞ্জে এটি মডেল টাউন হিসেবে গড়ে তুলব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ সভাপতি রুহুল আমিন, মো নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, অলিউল্লাহ সেলিম, সেলিম রেজা, আবুল হাসনাত প্রমুখ