ফেব্রুয়ারীর প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে।–আমান উল্লাহ আমান

103

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ফেব্রুয়ারীর প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইতিমধ্যেই ঘোষনা দিয়েছেন ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার আন্দোলনের শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল ২৪ এর ছাত্র -জনতার আন্দোলন। খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ৬ বছর জেল খাটিয়েছেন,,ছাত্র জনতার আন্দোলনে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ পেয়েছি। তিনি শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ মাঠে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায়পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। তিনি আরো বলেন,কেরানীগঞ্জের সন্তানেরা এক সময় আন্তর্জাতিকভাবে খেলবে।

হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্ণামেন্টের সভাপতি এ কে এম খায়রুল আলমের সভাপতিত্বে ও নেকরোজবাগ সমাজকল্যাণ সমিতির পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির,বিএনপির নেতা শামসুল ইসলাম লিটন, মাহবুব হোসেন মেহেবুব,সাইদুর রহমান আংকু, হাজী সেলিম রেজা, আতাউর রহমান হীরা, খোরশেদ আলম, রফিক নেতা, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালী উল্লাহ সেলিম, কৃষকদল নেতা ইসমাইল প্রমূখ। প্রাধান অতিথি আলহাজ্ব আমান উল্লাহ আমান ফাইল খেলাটি শুরু করার আগে মাঠের এক কোনায় একটি বৃক্ষ রোপণ করেন। ফাইনাল খেলাটি প্লানটি শটে তালেপুর স্পোর্টিং ক্লাব, ঘাটাচর স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।