সাকিব বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন নির্বাচনে যেসব দলগুলো অংশগ্রহণ করবে তাদের সব ধরনের সহযোগিতা ছাড়া এবং সর্বোপরি জনগণের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা একটু কষ্টকর হবে। গত তিনটি নির্বাচনে যারা ভোট দিতে পারেনি তাদের জন্য এবার নির্বাচনে আলাদা বুথ করা হবে। ছেলেদের জন্য আলাদা করা হবে, মেয়েদের জন্য আলাদা করা হবে। তরুণদের জন্য আলাদা করা হবে এবং বৃদ্ধদের জন্য আলাদা বুথ করা হবে। মোটামুটি প্রতিটি ভোট কেন্দ্রে চারটি করে বুথ করা হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের সংসদীয় ঢাকা- ৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন কালে একথা বলেন। তিনি আরো বলেন,এবারে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে
হবে আশি হাজার সেনাবাহিনীসহ বিজিবি, নৌবাহিনী, র্যাব ও আনসার বাহিনী । তাদের সাথে থাকবে বডি ক্যামেরা। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সারা দেশে চলছে পুলিশ বাহিনীর লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম। আমারা ইতিমধ্যে অবৈধ উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছি। এর আগে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগ, র্যাব-১০ কার্যালয় পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া , কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সরকারি কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাট মিয়া ও তেঘরিয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো আব্দুর রাজ্জাক প্রমূখ।