কেরানীগঞ্জে জুলাই- আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা।

73

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে জুলাই -আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে রং তুলিতে আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় উপজেলার ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পীয়ারলেস ইয়ুথ ক্লাব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া সনদ ও পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার, উপজেলা মাধ্যমিক একাধিক অ্যাকাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা আয়াত উল্লাহ চৌধুরী ,রাজু আহমেদ সাইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি উপজেলা চত্বরে কেরানীগঞ্জের জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ছয় জনের নামে ছয়টি বৃক্ষের চারা রোপন করেন এবং শহীদ পরিবারের মাঝে চারটি করে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।