কেরানীগঞ্জে তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

56

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচার ও অবমানকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা । সোমবার বিকেলে বছিলা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে মিছিলটি বের হয়ে ঘাটার চর জাওলা পাড়া এলাকায় শেষ হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন । মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তার সম্বন্ধে খারাপ মন্তব্য দেশের জনগণ মেনে নেবে না। এরপর কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, তাহলে এদেশের জনগণ শক্ত হাতে তা দমন করবে। তিনি আরো বলেন তারেক রহমান একজন দেশ প্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ জনগন মেনে নিবে না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লা নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, যুগ্ন সম্পাদক সেলিম রেজা প্রমূখ। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায়চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদে আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ হোসেন, যুবদল নেতা মাহবুব আলম স্বাধীন, আতিকুর রহমান মানিক ও আসাদুর রহমান সোহেল প্রমূখ।