বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ মাদক ব্যবসায়ী ৩,জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১০

61

নিজস্ব প্রতিবেদক

বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১০ এর অভিযানিক  দল জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ  তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল রাত ১০টা ৩৫ মিনিটে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ০১টি বিদেশি পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযানে আটক তিনজন হলেন—মোঃ শাকিল (৩৬), মোঃ রুবেল (৩৪) ও মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)। এদের মধ্যে শাকিলের বিরুদ্ধে রয়েছে ৯টি এবং রুবেলের বিরুদ্ধে রয়েছে ১টি মাদক মামলা।র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং এভাবে অভিযান অব্যাহত থাকবে বলে  জানিয়েছে র‌্যাব-১০।