নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সামনে গুপ্ত যড়যন্ত্র। এটা আমাদের সিরিয়াস ভাবে নিতে হবে। এই নির্বাচন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। বাংলাদেশের গনতন্ত্র থাকবে কিনা সেটার নির্বাচন। দেশে ভোটার আদায় অধিকার থাকবে কিনা,সেটার নির্বাচন। তাই আসন্ন নির্বাচন আমাদের বিশাল চ্যালেঞ্জ।
গতকাল বুধবার সন্ধ্যায় তারানগর ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে় কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন এই চ্যালেঞ্জিং নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে একসাথে নির্বাচনে কাজ করতে হবে। শুধু ভোট দিলেই হবে না, ভোট দিয়ে ভোট কেন্দ্রে থেকে ভোট গননা করে ফলাফল নিয়ে ঘরে ফিরতে হবে। সব জায়গায় ভাবমূর্তি ভালো রাখতে হবে। খেয়াল রাখতে হবে কেউ যেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন ধরনের খারাপ কাজ না করতে পারে। জনগণের দ্বারেদ্বারে গিয়ে বুঝতে হবে বিএনপি মানে উন্নয়ন। বিএনপি মানে স্বনির্ভর। বিএনপি মানে সার্বভৌমত্ব। বিএনপি মানে স্বাধীনতা। তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায়িক লোকেরাও এবার ধানের শীর্ষে ভোট দিবে। আগামী ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরাণীগঞ্জের ঢাকা -২ আসনের র্যালিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় র্যালি। পরিশেষে তিনি আরও বলেন ঢাকা-২ আসনে আমাকে ধানের শীষে প্রার্থী মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এই সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি রুহুল আমিন, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ নাজিম, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, কোষাধক্ষ্য তারেক ইমাম বাবুল, বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ সামসুল হক, সাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।





