নিজস্ব প্রতিবেদক :
আগামী ৭ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশের লক্ষ্যে ঢাকা জেলা শিক্ষক সমিতির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে সভাটির সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা। বিটিএ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন সোহেল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোল্লা নজরুল ইসলাম, শেখ আবু সাঈদ, ডিএমএ মজিদ, মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, হুমায়ুন আহমেদ,শাহ আজিজুর রহমান, মফিজুল ইসলাম,মোঃ ফখর উদ্দিন ভূঁইয়া, মোঃ আরিফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।