- নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন স্বাধীনতা বিরুধীরাই আজকে পিআরপদ্ধতি তে নির্বাচন চায়।যারা ৭১ সালে স্বাধীনতা চায় নাই। যারা পিআর চায় তারা গণতন্ত্র চায না। বাংলাদেশে এখন নির্বাচন হলে অনেকেরই মাতব্বরি থাকবে না। এজন্য তারা নির্বাচন চায় না। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় মানিক চৌধুরীর মাঠে রঞ্জিতপুর যুবসংঘ আয়োজিত রঞ্জিতপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার বিকালে এসব কথা বলেন।তিনি আরো বলেন,গত১৬বছরে মানুষ কোন আনন্দ করতে পারত না। ১৬ বছরে আমি ১১বার জেলে গিয়েছি। হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা হামলা,মামলা,গুম,খুনসহ অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। আজকে মানুষ ফ্যাসিস্ট খুনী হাসিনার সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। অনুষ্ঠানের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে উপজিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান,কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা অলিউল্লাহ সেলিম, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যন্যরা। ফাইনাল খেলায় রঞ্জিতপুর ইয়াংক্লাব টাইবেগারে মানিক নগর ক্লাবকে দুই শুন্য গোলে পরাজিত করে।