তারেক রহমান ৮ হাজার মাইল দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন……….. আমান উল্লাহ আমান

104

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক  উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমান ৮ হাজার মাইল দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন গত ১৭ বছরে ১৭’শ মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, তারেক রহমান ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। জনগণ বিনা ভোটের সংসদ থেকে অবৈধ এমপিদের বের করে দিয়েছে। আর সেই জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে।

শনিবার (২ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কলাতিয়া একসময় শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে ছিল। আগামীতে এই ইউনিয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কলাতিয়াকে আমরা শিক্ষা আন্দোলনের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক ডা. আলিনুর পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, বিএনপি নেতা মফিজুল হক পলাশ, কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, সহকারী অধ্যাপক বেদৌরা আলী শিমুল, স্থানীয় নেতাকর্মী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং স্থানীয় শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।