-
নিজস্ব প্রতিবেদক :: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এমন প্রতিবাদ্য শ্লোগান নিয়ে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আযোজিত জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে দোহার উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার সুযোগ পেলেন ধামরাই উপজেলা।
-
আজ রবিবার বিকেলে কেরাণীগঞ্জের আটি ভাওয়াল কলেজ মাঠে এই সেমিফাইনাল খেলাটি সম্পূর্ণ হয়। টুর্ণামান্টের ২য় সেমিফাইনাল খেলাটির উদ্বোধন ও সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড় অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব সুমন কুমার মিত্র, কেরাণীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, পরিসংখ্যা কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিনসহ কেরাণীগঞ্জ , ধামরাই ও দোহার উপজেলার ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ। আগামী ২৯ জুলাই জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে
ফাইনাল খেলাটি মোহাম্মদপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে।