খালেদা জিয়া সুস্থ মানে গণতন্ত্র সুস্থ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া……… গয়েশ্বর চন্দ্র রায়।

90

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ মানে গণতন্ত্র সুস্থ। গণতন্ত্রের অপর নাম বেগম খালেদা জিয়া। আগে নির্বাচন আদায় করতে হবে। নির্বাচন নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। যখন তারেক রহমান দেশে ফিরবেন তখনই বোঝা যাবে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি এখনো কেন দেশে ফিরছেন না সেটা দেশবাসীকে বুঝতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ ঈদগা মাঠে জিনজিরা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডনের বিমানবন্দর থেকে দেশে ফিরবেন তখন এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তার দুই পাশে লোকারণ্যে ভরে যাবে। বাঁধভাঙ্গা আনন্দ সবার মধ্যে বিরাজ করবে । আমি ভাগ্যবান, আমি একজন মুক্তিযোদ্ধার রাজনীতি করি। আমি গর্বিত আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে স্বপ্ন দেখেছিল এ দেশ থেকে বিএনপি শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি শেষ হয়ে যায়নি। আর যাবেও না কোনদিন। গয়েস্বর আরো বলেন, ফ্যাসিবাদী আন্দোলনে যদি তারেক রহমান নেতৃত্ব না দিত তাহলে সেই আন্দোলনে সফলতা আসতো না। আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা পরিচয় গোপন করে নীরবে কাজ করেছে। তারা মুখে নেয়নি জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম নেয়নি মুখে তারেক রহমানের নাম। তারা সবাই পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে ছিল। বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের সামনে ছিল আর আমাদের নেতারা ছিলো পিছে। তাদেরকে আমরা জাতির মুকুট বলব। তারা ছোট অবুঝ সন্তান, তারা ভুল করতেই পারে। আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। এক পর্যায়ে বক্তব্যে নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলেন, গয়েশ্বর জিয়াউর রহমানের হাতি গড়া কারিগর। তারেক রহমানের আস্থাবাজন নেতা। আমি যুবদল থেকে বিএনপি’র স্থায়ী কমিটিতে স্থান পেয়েছি। এটা কোন দয়া বা দান নয়। ৫’শ বছরের ইতিহাস গয়েশ^র চন্দ্র রায়ের পরিবারের। ঈশ্বর আমাকে কোন ভয় দেয় নাই। গয়েশ^র কাউকে ভয় পায় না। লড়াই করে বড় হয়েছি ,লড়াই করে বাঁচতে চাই। ছাত্র জীবনে আমি মন্দ ছাত্র ছিলাম না। চাকরি ছিল আমার হাতের মুঠায়। চাকরি করলে সচিব হয়ে এতদিনে অবসর করতাম। আমি চেয়েছি সব সময় জনগণের পাশে থাকতে। তাই রাজনীতি করি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গয়েশ্বর চন্দ্র রায় শুধু কেরানীগঞ্জের নেতৃত্ব দেন না। তিনি সারা বাংলাদেশের তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন,জিয়া পরিবারের সাথে গয়েশ্বর কখনো বেইমানি করেনি। কেরানীগঞ্জে রাজনৈতিক প্রোগ্রাম গুলো সাংগঠনিকভাবে হবে। কেউ সংগঠনের বাইরে প্রোগ্রাম করতে চাইলে তাকে প্রতিহত করা হবে। জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ,আরশাদ রহমান শপ,ু,ইমান উল্লাহ মাস্তান, মোঃ আশরাফ হোসেন, মোঃ আজাদ হোসেন,খোরশে জমিদার, শ্রমিক দল নেতা মোঃ শাহিন, ছাত্রদল নেতা পাবেল মোল্লা ও কৃষক দল নেতা জুয়েল মোল্লা প্রমূখ।