কেরানীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার  প্রতিবাদ সভা

23

শাকিব বিশেষ প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কেরানীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিন, সাবেক সভাপতি মজিবুর রহমান সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন কোষাধক্ষ শামসুল ইসলাম সনেট, দফতর সম্পাদক ইমরুল কায়েস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন কার্যনির্বাহী সদস্য মো সাইদ, মো আরিফ, প্রচার সম্পাদক রানা আহমেদ, প্রমূখ। বক্তারা প্রতিবাদ সভায় গাজীপুরে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা ও হুমকির প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবী জানান। ক্ষতিগস্ত পরিবাররে সরকারকে পাশে থাকার আহবান জানান।