কেরানীগঞ্জে সঙ্ঘবদ্ধ ডাকাতি লুট হয়েছে ৬ লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ ইলেকট্রনিক্স মালামাল।

33

নিজস্ব প্রতিবেদ  ঢাকার কেরানীগঞ্জ সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি ইলেকট্রনিকস সামগ্রী  লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আব্দুল আজিজ জানান, ছাদ দিয়ে ৬-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় বেঁধে আটকে রাখে। এরপর ঘরের চাবি নিয়ে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৬৮ হাজার টাকা, ৬ ভরি ১০ আনা স্বর্ণালঙ্কার এবং একটি সনি ব্র্যান্ডের ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতির সময় আমরা খুব ভয়ে ছিলাম। তবে আল্লাহর রহমতে কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়নি।

ঘটনার পরপরই কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু, সিআইডি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তারা আশাবাদী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।