কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাতি, লুট ৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

107

নিজস্ব  প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কাঠালতলী গ্রামে একটি ডুপ্লেক্স বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত ৩টা থেকে ৪টার মধ্যে ৬-৮ জনের একটি ডাকাতদল ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।
বাড়ির মালিক আব্দুল আজিজ জানান, তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে ঘরের চাবি নিয়ে সবকিছু তছনছ করে আলমারি থেকে ৬.৫ ভরি স্বর্ণালঙ্কার, ৬ লাখ ৬৮ হাজার টাকা এবং একটি সনি ব্র্যান্ডের ক্যামেরা লুট করে নেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু এবং সিআইডিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।