নিজস্ব প্রতিবেদক
- কেরানীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫জুন ) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা, মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আব্দুস সাত্তার বেগ, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ও ছাত্র ছাত্রী বৃন্দ।এ সময় জান্নাতুল মাওয়া তার বক্তব্যে বলেন,বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরুপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নেয়ার আহবান জানান।জনসচেতনার মাধ্যমে গাছ রোপন করে ভবিষ্যতে সুন্দভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ আবাসস্থল পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসতে হবে।