নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হচ্ছে জ্যােতি খাতুন(২৫),রানা বেগ(৩৫),মোঃ সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি-২ মোঃ আনোয়ার হোসেন বিকেল ৩টায় রাজেন্দ্রপুর র্যাব-১০ এর প্রধান কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় অভিযান চালিয়ে নিউ বলেশ্বরী পরিবহনের একটি এসি বাস থেকে মাদক ব্যবসায়ী জ্যোতি খাতুন, রানা বেগ,সোহেল মোল্লা ও শান্তা ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১১লক্ষ ২১ হাজার টাকা।