কেরানীগঞ্জে বিদায় ও বরণ অনুষ্ঠাননে পুরাতন-নবাগত কর্মকর্তাদের মিলনমেলা

87

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় এবং নবাগতদের বরণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাব

শনিবার (২৬ জুলাই) কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘শুভাশিস অহর্নিশ’ নামক অনুষ্ঠানে মিলিত হন সাবেক ও বর্তমান অর্ধশতাধিক কর্মকর্তারা।

জুলাই মাসের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে সময়মতো বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজন করতে না পারায় কিছুটা দেরিতে হলেও এই আয়োজনকে ঘিরে ছিল উচ্ছ্বাস ও হৃদয় ছোঁয়া অনুভূতি। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা যেমন নিজেদের কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন, তেমনি নবাগতরা কেরানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন

অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী ও নবাগতদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার রিনাত ফৌজিয়া।