কেরানীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত, নেতৃত্ব দিয়েছেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার  ইরফান ইবনে আমান অমি। 

143

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঢাকা জেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে এই র‍্যালিটিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন নিয়ে রংবেরঙের পোশাক পরে অংশগ্রহণ করে। নেতাকর্মীরা বাদ্যের তালে তালে বিভিন্ন স্লোগান দিয়ে র‍্যালিটি মাতিয়ে রাখে। র‍্যালিটি বামুন সুর মাঠ থেকে বিকেলে বের হয়ে নেকরোজবাগ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি রুহুল আমিন, নাজিম উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা শামসুল হক লিটন, সেলিম রেজা, আরিফুর রহমান মিন্টু, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালী উল্লাহ সেলিম, শ্রমিকদন নেতা আব্দুল জলিল মডেল থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর খান প্রমূখ।