কেরানীগঞ্জে ঢাকা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে সংবর্ধনা প্রদান

97

সাকিব বিশেষ প্রতিনিধি :

ঢাকা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী কেরানীগঞ্জ উপজেলাদলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বিজয়ী দলকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিজয়ী দলের খেলোয়াড় কে সনদ ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। দীর্ঘ ২২ বছর পরে কেরানীগঞ্জ উপজেলা ফুটবল দল এই প্রথম ঢাকা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ী হয়েছে। আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাবেক সভাপতি মজিবুর রহমান, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও অন্যান্য অতিথিবৃন্দ।