কেরানীগঞ্জে জোড় পূর্বক জমি আত্মসাৎ ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

135

নিজস্ব প্রতিবেদক

কেরাণীগঞ্জে জমি আত্মসাৎ লক্ষ্যে জোড় পূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, গুম ও হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
গত কাল বুধবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামাতো ভাই গগন মিয়া বলেন, আমি ও আমার পরিবার নিতান্তই সহজ সরল। আমি কৃষিকাজ করে জীবন যাপন করছি। পিতাহারা অসুস্থ মায়ের চিকিৎসা চলছে এই কৃষিকাজের উপরেই। আমার মায়ের নানা বাড়ির জমজমি মামাতো ভাই সেলিম, রাকিব ও আজিজুল তারা ভাগ ভাটোয়ারা করে দেয় না। জমি কথা বললে তারা মামা সিরাজুলকে বিভিন্ন কূপরামর্শ পরামর্শ দেয়। গত ৯ সেপ্টেম্বর রাতে আমাকে আমার বাড়ির সামনে থেকে জোড় পূর্বক ধরে নিয়ে তার বাড়ির দোতালায় নিয়ে যায়। কিছু বুঝার উঠার আগে আমাকে এলোপাতাড়ি লাঠি সোটা নিয়ে মারধর করে। আমার আত্মচিৎকার আমার ছোট দুভাই মাজাউল ইসলাম ও আশরাফুল ইসলাম ঘটনা স্থলে গেলে মামাতো ভাই ও তাদের পালিত সন্ত্রাসী অজ্ঞাত আরো ৪/৫ জন আমাদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে মাইরধর করে ৬টি খালি ষ্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়। এবং ভয়-ভীতি হুমকি প্রদান করে। আমি যদি এই বিষয় গুলো কাউকে জানাই, তাহলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। প্রানে বেচে আমরা পরিবার সাবার সাথে আলাপ আলোচনা করে। তার পরের দিন মানে ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানা আসিয়া একটি অভিযোগ দাখিল করি। এখন আমরা ঘরবাড়ি ও পরিবার ছাড়া। জীবনের নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসী ও আইন-শঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যাতে আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারি, আমার থেকে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর করা ষ্টাম্প গুলি উদ্ধারকরসহ আমার সাথে ঘটে যাওয়ার কুক্তির ন্যায়বিচারের আশা করছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার মাতা মনজুরা বেগম, খালা মমতা বেগম, ছোট ভাই মাজাউল ইসলাম ও আশরাফুল ইসলাম।