নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মৎস্য কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ কমিশনার( ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাবেক সভাপতি মজিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে পাঁচজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।