নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ নাছির উদ্দিন(৫০),মোঃ মোতালেব প্রামানিক(৩৭) মোঃ শাহ আলম হোসেন প্রামানিক(২৯),মোঃ রমজান আলী(৩০) ও মোঃ হাবিব(২৮)। আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি প্রেস ব্রিফিংয়ে আরো জানান,গত 20 জুলাই গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাও বটতলী বাজারে ব্যবসায়ী কেরামত আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ডাকাতরা দোকানের নগদ টাকা সহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে গত ২১ জুলাই ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি ডাকাতির মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে জুলাই রাতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের উক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের নিকট থেকে কিছু লুন্টিত মালামালসহ দেড় লক্ষ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম আরো জানান, এই মামলার তদন্ত করতে গিয়ে আরো চারটি ডাকাতি মামলার সাথে গ্রেফতারকৃত ডাকাতরা ওতপ্রতভাবে জড়িত। এই সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন ও ঢাকা জেলা ডিবি দক্ষিণের ওসি মোঃ সাইদুল ইসলাম।