নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধেসংবাদ সম্মেলন করেছেন স্থানীয় থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সংবাদ সম্মেলনে উপজেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, রিফাত মোল্লাসহ একটি চক্র বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বিএনপির সাথে জড়িত নয়। তারা মূলত আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের শাসন আমলে তারা আমলীগের সাথে মিশে ব্যবসা-বাণিজ্য করেছে। বর্তমানেও তারা অবৈধভাবে ডেজার ব্যবসা চালু করেছিল। যাহা অবৈধ থাকা ধরুন গত বুধবারের কেরাণীগঞ্জ সার্কেল ভূমি কমিশনার আব্দুল্লাহ আল মামুনের এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি ডেজার জব্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে মালিক পক্ষ মিথ্যা
অপপ্রচার করে। তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত। সংবাদ সম্মেলনে এসময়ে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ জমিদার,ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লা, ঢাকা জেলা কৃষকদলের সভাপতি জুয়েল মোল্লা, বিএনপির নেতা কামরুল প্রমূখ।