নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন পরিষদ উদ্যোগে এক উন্মুক্ত ওয়ার্ড সভা ২০২৫-২৬ অর্থবছরের অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার সকালে কালিন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজন করেন কালিন্দী ইউনিয়ন পরিষদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিযে সর্ব জনের অংশ গ্রহনের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, কালিন্দী ইউনিয়নের দায়িত্বরত প্রশাসক কেরাণীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার। , উপজেলা তথ্যআাপা কর্মকর্তা শারমিন নিপা, মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ সাধারন সম্পাদক হাজী সেলিম রেজা, কালিন্দী ইউনিয়নের বিএনপির সভাপতি মেহবুব হোসেন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান হীরা, মডেল থানা মহিলা দলের সভা নেত্রী রাজিয়া সুলতানা, বিএনপি নেতা ও ক্রীড়া অনুরাগী শামীম হোসেন, গণফোরাম মডেল থানা সভাপতি মাহফুজুর রহমান মাসুম, জাতীয় নাগরিক মডেল থানার সদস্য ইনজামুল হক প্রমূখ। সভায় কালিন্দী ইউনিয়নের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন জনসাধারন। পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।