- নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেরাণীগঞ্জের বাঘৈর এলাকার স্বর্গ পুরী দেব মুন্দির পরিদর্শন করেন ঢাকা জেলার প্রশাসক তানভীর আহমেদ। আজ বুধবার দুপুরে তার আগমনে সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বর্গ পুরি মুন্দিরে জমাট হতে থাকে। তিনি পূজা মুন্দিরে আসলে উলুধ্বনিসহ ঢাক ঢোল বাজিয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন মুন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার । কমিটির সাধারণ সম্পা। জেলা প্রশাসক তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এদেশে যার যার ধর্ম সে সে পালন করে। আমার বাড়ীর পাশেই ছিলো হিন্দু পাড়া। ছোটকালে আমরা ঐ শ্মশান ঘাটে কত গোসল করেছি। কোন প্রকার জগড়া বিবাদ ঘটেনি। আমরা সব সময একই পরিবেশে মানুষ হয়েছি। তবে এখানে এসে আপনাদের মুখ দেখে খুব ভাল লেগেছে। আপনাদের মুখই বলেদিচ্ছে এইখানে নেই কোন উদ্বিগ্ন, নেই কোন উৎকণ্ঠা। তিনি আরও বলেন, আপনাদের মুন্দিরের অসমাপ্ত কাজ গুলো আমরা করে দিব। শুধু চাহিদা তৈরি করে আমাদেরকে জানাবেন। তিনি আরও বলেন, রাষ্ট্রে বিভিন্ন রাজনীতি দল থাকবে, বিভিন্ন মতবাদ ও মত পার্থক্য থাকবে, বিভিন্ন ধর্ম থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব কিছুকে একাত্রিত করে সমাজের উন্নয়ন ঘটাতে হবে। আমরা ঢাকা জেলার ৫টি উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করব। এই জন্য আমরা প্রতিটি উপজেলায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক উন্নয়নমূলক বিষয় নিয়ে সভা শুরু করছি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সহকারি ভুমি কমিশনার রাজস্ব সার্কেল দক্ষিণ আবতাফ আহম্মেদ , তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো লাট মিয়া,মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ, মনোরঞ্জন বৈরাগী প্রমূখ