নিজস্ব প্রতিবেদক



কারাগারে বন্দিদের চরিত্র সংশোধনের জন্য ইসলামী ফাউন্ডেশন এর আওতায় ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে দুপুর ২ টা ৫০ মিনিটে আসেন পরিদর্শন শেষে বিকাল পাঁচটায় বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান যারা কারাগারে অপরাধী হিসেবে চিহ্নিত তারা যেন চরিত্র সংশোধিত হয়ে বের হয়ে আসতে পারে সেই জন্য কারাগারে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার চালু করা হচ্ছে এবং আগেও ছিল। এখানে ইসলাম ধর্মের শিক্ষা দেওয়ার শিক্ষক রয়েছে এবং হিন্দু ধর্ম শিক্ষা দেয়ার ও শিক্ষক রয়েছে । কারা বন্দিরা মানবিক হয়ে জেল থেকে বের হতে পারে সেই ধরনের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে পর্যায়ক্রমে কার্যক্রম চলমান থাকবে পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন ।এসময় তার সাথে ছিলেন আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোঃমোতাহের হোসেন ,অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির ,কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএম মাসুম প্রমুখ ।